 
																
								
                                    
									
                                 
							
							 
                    বিনোদন ডেস্ক : বলিউডের এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী প্রীতি জিনতাকে এখন অভিনয়ে কমই দেখা যায়। তবে নিজের ক্রিকেট দলের হয়ে মাঠে তাকে প্রায়ই দেখা যায়। মাঝে গুঞ্জন উঠেছিলে রাজনীতিতে যোগ দিচ্ছেন তিনি। অবশ্য এবিষয়ে তখন কোনো কথা বলেননি অভিনেত্রী।
রাজনীতিতে না আসার কারণ গত ফেব্রুয়ারি মাসেও জানিয়েছিলেন প্রীতি জিনতা। সেসময় তিনি বলেন, ‘রাজনীতি আমার দ্বারা হবে না। বিগত কয়েক বছরে একাধিক রাজনৈতিক দল আমাকে টিকিট দিতে চেয়েছে। এমনকি রাজ্যসভার আসনের প্রস্তাবও এসেছিল। তবে আমি বিনম্রভাবে প্রত্যাখ্যান করেছি। কারণ, আমার ইচ্ছে নেই। আর আমাকে ‘সৈনিক’ বললেও অতিরঞ্জিত হবে না। কারণ, আমি একজন আর্মি পরিবারের সন্তান।
আমার বাবা সৈনিক এবং আমার দাদাও। আর্মি পরিবারের সন্তান হওয়ায় আমাদের মানসিকতা খানিক আলাদা।’তিনি আরও বলেন, ‘আমরা নিজেদের উত্তর ভারতীয়, দক্ষিণ ভারতীয় কিংবা হিমাচলী বা বাঙালি বলে ভাবি না, আমাদের পরিচয় শুধুমাত্র ভারতীয়। আর হ্যাঁ, দেশভক্তি আমাদের রক্তে।’
তথ্যসূত্র: সংবাদ প্রতিদিন।
কিউএনবি/আয়শা/৩০ এপ্রিল ২০২৫,/বিকাল ৪:১৯