ডেস্ক নিউজ : মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে দেয়া এক ফেসবুক পোস্টে শুভেচ্ছা জানানোর পাশাপাশি একসঙ্গে কাজ করারও আশাবাদ জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
পোস্টে তারেক রহমান লিখেন, বাংলাদেশ ও কানাডা গণতান্ত্রিক মূল্যবোধ ও অভিন্ন স্বার্থে যুক্ত। এই বিজয়ের মাধ্যমে দুই দেশের পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে।
তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন যে, দুই দেশের মধ্যে সহযোগিতা আরও বিস্তৃত হবে বিশেষ করে আন্তর্জাতিক নিয়ম-নীতি ভিত্তিক শৃঙ্খলা, অর্থনৈতিক উদারীকরণ, এবং বহুমাত্রিক দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন হবে।
 
তারেক রহমান বলেন, আমরা একসঙ্গে কাজ করে বৈশ্বিক শান্তি ও অগ্রগতির পথে আরও দৃঢ় পদক্ষেপ নিতে পারি। এদিকে কানাডার নতুন প্রধানমন্ত্রী বিজয়ী ভাষণে বলেছেন, কানাডা ‘কখনও’ যুক্তরাষ্ট্রের কাছে নতিস্বীকার করবে না।
 
 
কিউএনবি/আয়শা/২৯ এপ্রিল ২০২৫,/রাত ১১:৫১