 
																
								
                                    
									
                                 
							
							 
                    ডেস্ক নিউজ : রাজধানীকে বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এলাকায় আগামী বর্ষা মৌসুমে বৃক্ষরোপন করে সবুজে আচ্ছাদিত করার ঘোষণা দিয়েছেন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ। মঙ্গলবার (২৯ এপ্রিল) ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অঞ্চল-৮ এর বাসিন্দাদের সঙ্গে গণশুনানিতে ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ এসব কথা বলেন।
এসময় তিনি বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সব প্রকল্পের তথ্য ওয়েবসাইটে প্রকাশ করা হবে। তিনি আরও বলেন, নাগরিকদের জন্মনিবন্ধন সমস্যা সমাধানে জন্মনিবন্ধন সংশ্লিষ্ট সকল সংস্থাকে নিয়ে একটি জনশুনানির আয়োজন করা হবে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের রাজস্ব প্রদান সহজীকরণ করতে সর্বোচ্চ অটোমেশন করা হচ্ছে, যাতে নাগরিকরা ঘরে বসে ট্যাক্স প্রদান করতে পারে।
এছাড়াও আগামী ১১ মে থেকে ২০ দিনব্যাপী ট্যাক্স মেলার আয়োজন করা হবে বলে জানিয়েছেন ডিএনসিসির প্রশাসক। তিনি বলেন, দ্রুত নাগরিক সমস্যা সমাধানের জন্য ওয়েব পেইজের মাধ্যমে অভিযোগ গ্রহণ করা হচ্ছে এবং সমাধানের জন্য ব্যবস্থা নেয়া হচ্ছে। অনুষ্ঠানে অন্যান্যের সঙ্গে আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো: জুলকার নায়ন (অঞ্চল-৮) এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কিউএনবি/আয়শা/২৯ এপ্রিল ২০২৫,/রাত ৯:৫৩