 
																
								
                                    
									
                                 
							
							 
                    আন্তর্জাতিক ডেস্ক : অভিবাসীদের বহিষ্কার করার আগে সবাইকে বিচারের আওতায় আনতে গেলে ২০০ বছর সময় লেগে যাবে বলে মন্তব্য করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
কোন আইনে ডিপোর্ট বা বহিষ্কার সোমবার যুক্তরাষ্ট্রের আদালতকে আইনজীবী জানিয়েছিলেন, টেক্সাস থেকে যে ভেনেজুয়েলার নাগরিকদের বহিস্কার করার পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন, তাদের ১৭৯৮ সালের যুদ্ধকালীন একটি আইনের আওতায় আনা হচ্ছে। এই আইন প্রয়োগ করা হলে কারও বিরুদ্ধে ব্যবস্থা নিতে হলে পূর্ব কোনো অনুমোদন লাগে না।
ট্রাম্প প্রশআসনের এই পদক্ষেপের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছে মানবাধিকার সংগঠন সিভিল লিবার্টিস ইউনিয়ন। তাদের বক্তব্য, এই আইন প্রণয়ন করে ভেনেজুয়েলার প্রচুর নাগরিককে বহিস্কার করে দেওয়া হচ্ছে। আদালতে আবেদন পর্যন্ত করতে দেওয়া হচ্ছে না তাদের।
এই পরিপ্রেক্ষিতে গত শনিবার সুপ্রিম কোর্ট ডিপোর্টেশন বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল। শুধু তা-ই নয়, সুপ্রিম কোর্ট জানিয়েছিল, কোনো ব্যক্তি আদালতের দ্বারস্থ হলে তাকে বিচারের সুযোগ দিতে হবে। প্রশাসন ডিপোর্ট করতে পারবে, কিন্তু তার আগে ওই ব্যক্তিকে বিচারের সুযোগ দিতে হবে।
সুপ্রিম কোর্টের এই বক্তব্যের প্রেক্ষিতেই ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন, সবাইকে ডিপোর্ট করার আগে বিচারের সুযোগ দিতে হলে ২০০ বছর সময় লেগে যাবে। এবং সে কারণেই ১৭৯৮ সালের যুদ্ধকালীন আইন ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।
কিউএনবি/আয়শা/২২ এপ্রিল ২০২৫,/বিকাল ৩:০৪