 
																
								
                                    
									
                                 
							
							 
                    আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতি যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলমান শুল্ক যুদ্ধের উত্তেজনা নতুন করে ছড়িয়েছে বিশ্ববাণিজ্য অঙ্গনে। সম্প্রতি বার্তা সংস্থা ব্লুমবার্গ এক প্রতিবেদেনে জানিয়েছে, ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্র থেকে শুল্ক হ্রাস বা ছাড় চাওয়া দেশগুলোকে চীনের সঙ্গে বাণিজ্য সীমিত করার জন্য চাপ দিচ্ছে। যার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে আর্থিক নিষেধাজ্ঞাও। এর প্রেক্ষিতে বিভিন্ন দেশের প্রতি পাল্টা কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে চীন সরকার।
কিউএনবি/আয়শা/২১ এপ্রিল ২০২৫,/বিকাল ৫:৩০