ডেস্ক নিউজ : একজন জানতে চেয়েছেন, প্লেনে পশ্চিম ও পূর্বদিকে সফর করলে ইফতার কখন করবে?
পূর্বদিকে প্লেনে সফর করলে যখনই র্সূযাস্ত হবে তখনই ইফতার করে নিবে। কারণ রোজার শেষ সময় র্সূযাস্ত পর্যন্ত। (আহকামে জন্দিগেী ২৪৮) রমজানে রোজাদারকে ইফতার করানো হলো, মুমিনের বিশেষ আমল।
এ বিশেষ আমলের বিনিময়ে মহান আল্লাহ বান্দাকে ক্ষমা করে দেন। এ ছাড়াও রয়েছে অনেক ফজিলত। অন্য রোজাদারকে ইফতার করানো নেকি বৃদ্ধির আমল ও পাপ মোচনের আমল হিসেবে ঘোষণা করেছেন নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। হাদিসে এসেছে,
কিউএনবি/আয়শা/১০ মার্চ ২০২৫,/দুপুর ১:৪৪