ডেস্ক নিউজ : গাজীপুরে এক বিএনপি নেতার বিরুদ্ধে হুমকির অভিযোগ এনে জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ছাত্র অধিকার পরিষদের এক নেতা। রোববার দুপুরে গাজীপুর শহরের হাবিবুল্লাহ সরণিতে একটি পত্রিকা অফিসে এ অভিযোগে সংবাদ সম্মেলন করেন ছাত্র অধিকার পরিষদের ভাওয়াল বদরে আলম কলেজ শাখার সদস্য সচিব ফরিদুল ইসলাম। এই অভিযোগে তিনি থানায় সাধারণ ডায়েরিও করেছেন।
এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জুলাই আন্দোলনে গুলিবদ্ধি ছাত্রদল নেতা নাঈম মজুমদার, আহত সাধারণ শিক্ষার্থী আশরাফুল ইসলাম রাহুল ও ছাত্রদল তেজগাঁও কলেজ শাখার যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন আহম্মেদ। লিখিত বক্তব্যে ফরিদুল ইসলাম অভিযোগ করেন, গত ৪ মার্চ জিএমপি কমিশনার কার্যালয়ে আইনশৃঙ্খলা মিটিংয়ে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও জানে মেরে ফেলার হুমকি দেয়। তিনি বলেন, আমার জীবনের কোনো ক্ষতি হলে তার দায়ভার তানভীর সিরাজে কাঁধে বর্তাবে।
অভিযোগের বিষয়ে বাসন থানা বিএনপির সভাপতি তানভির সিরাজ বলেন, ফরিদুল ইসলামের সঙ্গে আমার কোনো শত্রুতা নেই এবং আমার কোনো ক্যাডার বাহিনী নেই যারা তার ক্ষতি করবে। আমি করি বিএনপি আর সে করে অধিকার পরিষদ। আমি যদি কোনো অপরাধ করি তার বিচার করবে আমার দল। কিন্তু ফরিদুল আমার বহিষ্কার চায়। বিষয়টা আমার বোধগম্য নয়।
কিউএনবি/অনিমা/০৯ মার্চ ২০২৫,/রাত ৯:৪৪