শার্শা (যশোর) সংবাদদাতা : যশোরের শার্শার বাগআঁচড়া এলাকার আশিকুজ্জামান আশিকসহ ৭ জনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। এ ব্যাপারে ভুক্তভোগি হারুন মোড়ল নামে এক ব্যাক্তি অভিযুক্ত আশিকুজ্জামান আশিকসহ সাত জনের নাম ও তার সাঙ্গপাঙ্গদের নামে শার্শা থানায় অভিযোগ দায়ের করেছে। হারুন মোড়ল রাড়িপুকুর গ্রামের মৃত সুকচান মোড়লের ছেলে।
অভিযোগে জানাগেছে, অভিযুক্তরা ব্যবসায়ী হারুন মোড়লের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবী করেন। হারুন মোড়ল তাদের চাহিদামত দুই ৩০ হাজার লাখ টাকা চাঁদা দিয়েছেবলে জানান। এখনও বাকি টাকা আদায়ের জন্য ভয় ও হুমকি প্রদর্শন করছে। হারুন মোড়ল আর টাকা দিতে পারবে না বলে জানালে শনিবার তাকে একটি চায়েরদোকানথেকে ধরে নিয়ে বাগআঁচড়া বাজারে একটি অফিসে নিয়ে যায়।
সেখানে তাকে মারপিট করা হয়। তারই জের ধরে হারুন মোড়ল জীবনের ভয়ে শনিবার শার্শা থানায় হাজির হয়ে একটি অভিযোগ দায়ের করে। অভিযুক্তরা হলো বাগুড়ি গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে আশিকুজ্জামান আশিক( ২৬) ও তার সহযোগি করিম উদ্দিনের ছেলে টুটুল(৩০), লুতফর রহমানের ছেলে মুন্না হোসেন (২৭),মৃত ফকির আহম্মেদের ছেলে নজিবুল্লাহ ( ৩৫) , মৃত চাঁদ আলীর ছেলে চটা সিরাজ (৪৮ ), আলাউদ্দিনের ছেলে লিটন হোসেন(৩৫ ) ও মৃত আব্দুর রাজ্জাকের ছেলে কাওছার আলী (৩৬ )।
এ ব্যাপারে জানতে চাইলে আশিকুজ্জামান আশিক বলেন তাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ মিথ্যা।তারা কোন প্রকার চাঁদাবাজি করেননি। কাউকে ধরে নিয়ে হুমকি দেননি। তাদেও প্রতিপক্ষ একটি কুচক্রি মহল তার ও দলের সুনাম নষ্ট করতে এমন মিথ্যা অভিযোগ করেছে। এ ব্যাপারে জানতে চাইলে শার্শা থানার অফিসার ইনচার্জকে এম রবিউল ইসলাম জানান, একটি অভিযোগ পেয়েছি । তা তদন্ত করে অপরাধী যেই হোক তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থানেওয়া হবে।
কিউএনবি/অনিমা/০৯ মার্চ ২০২৫,/রাত ৮:০৮