স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : যশোরের মনিরামপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমানের ব্যবসা প্রতিষ্ঠানে বোমা হামলার ঘটনায় দায়েরকৃত মামলার অন্যতম আসামি সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান যুবলীগ আহ্বায়ক উত্তম চক্রবর্তি বাচ্চুসহ তিনজনকে আদালত কারাগারে প্রেরন করেছেন। বৃহস্পতিবার বাচ্চু, সাবেক পৌর কাউন্সিলর মো: আজিম ও কুদ্দুস আলম আদালতে আত্মসমর্পন করে জামিনের প্রার্থনা করেন। এসময় আদালত তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেন মামলাটির বাদি মিজানুর রহমান।
জানাযায়, পৌরশহরের গরুহাটের পাশে অবস্থিত পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমানের মুরগির দোকান। গত ১০ ফেব্রুয়ারি রাত সাড়ে ১০ টার দিকে দোকানে অবস্থান করছিলেন সেলস ম্যান দেলোয়ার হোসেন। কিন্তু অভিযোগ রয়েছে সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যরে ভাগ্নে যুবলীগ নেতা বাচ্চু ও সাবেক পৌর কাউন্সিলর আজিম ও কুদ্দুস আলমের নেতৃত্ব ১৩/১৪ টি মোটরসাইকেলে ২৫/২৬ সশস্ত্র সন্ত্রাসী এসে মিজানের দোকানে বোমা হামলা চালায়। এ সময় সন্ত্রাসীদের নিক্ষেপকৃত কয়েকটি বোমা বিষ্ফোরিত হয়। এ সময় আশপাশের লোকজন ধেয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
বোমা হামলার ঘটনায় ১১ ফেব্রƒয়ারি মিজানুর রহমান বাদি হয়ে ২৫ জনের নাম উল্লেখসহ একটি মামলা করেন। অবশ্য ওই রাতেই অভিযান চালিয়ে পুলিশ কয়েকজনকে আটক করে। বৃহস্পতিবার উত্তম চক্রবর্তি বাচ্চু, মো: আজিম ও কুদ্দুস আলম যশোরের আদালতে আত্মসমর্পন করে জামিনের প্রার্থনা করেন। এসময় শুনানি শেষে আদালত জামিন মঞ্জুর না করে তাদেরকে কারাগারে প্রেরনের নির্দেশ দেন।
কিউএনবি/আয়শা/২০ ফেব্রুয়ারী ২০২৫,/রাত ৮:৫৮