স্পোর্টস ডেস্ক : বেঙ্গালুরুর অধিনায়কত্ব তুলে দেওয়া হয়েছে ৩১ বছর বয়সি ব্যাটার রজত পতিদারের কাঁধে। আইপিএলে মাত্র ২৭টি ম্যাচ খেলা পতিদারের একটিতেও নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা নেই। ২০২১ সালে টুর্নামেন্টটিতে অভিষেক হওয়ার পর থেকে তিনি করেছেন ৭৯৯ রান।
আইপিএলে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা না থাকলেও ভূমিকাটি পতিদারের জন্য নতুন কিছু নয়। কিছু দিন আগে সমাপ্ত সৈয়দ মুশতাক আলী ট্রফিতে মধ্য প্রদেশের অধিনায়কের ভূমিকা পালন করেছেন তিনি। তার নেতৃত্বে দলটি ফাইনালেও উঠেছিল, কিন্তু শিরোপাটি জেতা হয়নি। পতিদার মধ্য প্রদেশকে নেতৃত্ব দিয়েছেন বিজয় হাজারে ট্রফিতেও। গ্রুপপর্ব থেকেই বাদ পড়ে তার দল।
কোহলি অধীনে খেললেও তার কাছ থেকে শেখার ইচ্ছা পতিদারের। অধিনায়ক হওয়ার পর এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘আমাদের একঝাঁক নেতা আছেন, তাদের অভিজ্ঞতা আর ধারণা নিশ্চয়ই আমার নেতৃত্বের ভূমিকায় অবদান রাখবে। ব্যক্তি হিসেবেও বেড়ে উঠব। কোহলির কাছ থেকে শেখাও আমার জন্য দারুণ বিষয়।’
নতুন অধিনায়ককে কোহলি অভিনন্দন জানিয়েছেন। বেঙ্গালুরুর এক্স অ্যাকাউন্টে প্রকাশিত এক ভিডিওতে তিনি বলেছেন, ‘আমি এবং দলের অন্যরা তোমার পাশে থাকব। এই ফ্র্যাঞ্চাইজিটিতে যেভাবে বেড়ে উঠেছো, দর্শকদের মনে তোমার জন্য জায়গা হয়ে গেছে। এটা (নেতৃত্ব) তোমার প্রাপ্য।’এবারের আইপিএল শুরু হবে ২১ মার্চ, শেষ হবে ২৫ মে। দিনক্ষণ জানা গেলেও এখনও টুর্নামেন্টের সূচি ঘোষণা করেনি কর্তৃপক্ষ।
কিউএনবি/আয়শা/১৩ ফেব্রুয়ারী ২০২৫,/রাত ১০:০০