আন্তর্জাতিক ডেস্ক : লা সিলা অবজারভেটরিতে হাই অ্যাকুরেসি রেডিয়াল ভেলোসিটি প্ল্যানেট সার্চার (এইচএআরপিএস) নামের স্পেকট্রোগ্রাফের পুরনো তথ্য বিশ্লেষণ করে নতুন ওই গ্রহের খোঁজ মিলেছে।
বিজ্ঞানীদের মতে, ‘আকারে বড় হলেও নতুন গ্রহটি অনেকটা আমাদের পৃথিবীর মতোই। গ্রহটি পৃথিবী থেকে ২০ আলোকবর্ষ দূরে অবস্থিত, যার নামকরণ করা হয়েছে এইচডি ২০৭৯৪ডি। নতুন এই গ্রহ পৃথিবীর ভরের ছয় গুণ।’
গ্রহটির পৃষ্ঠে তরল পানি থাকার সম্ভাবনা রয়েছে বলেও মনে করছেন বিজ্ঞানীরা। অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিকস সাময়িকীতে নতুন এই গ্রহের তথ্য প্রকাশ করেছেন তারা।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের মতে, ‘আমাদের সৌরজগতের বাইরে অবস্থিত এই সুপার আর্থে বহির্জাগতিক কোনো প্রাণের সম্ভাবনা থাকতে পারে।’
প্রসঙ্গত, প্রথম এই গ্রহের সন্ধান মেলে ২০২২ সালে। দুই দশকের পুরনো তথ্য পরীক্ষা করে গ্রহটির অস্তিত্ব নিশ্চিত করা গেছে।
সূত্র: গ্যাজেটস৩৬০, অ্যাস্ট্রোবায়োলজি নিউজ
কিউএনবি/আয়শা/১৩ ফেব্রুয়ারী ২০২৫,/রাত ৯:৩৩