এম এ রহিম চৌগাছা (যশোরে) :যশোরের চৌহাছায় মোটর সাইকেল চুরি করে পালানোর সময় স্থানীয়রা আক্তারুজ্জামান (৩২) নামের একজনকে আটক করে পুলিশে দিয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চৌগাছা পৌরসভার ব্রীজ ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।আটক আক্তারুজ্জামান ঝিকরগাছা উাজেলার শিমুলিয়া ইউনিয়নের শিয়ালকোনা গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে।পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় চৌগাছা পৌরসভার বাকপাড়ার সাইফুল ইসলামের বাড়ির সামনে একটি নতুন হিরো-১০০ সিসি কালো রঙের মোটর সাইকেল (যার নং যশোর-হ ২১৭৯০৯) রেখে পাশের বাড়িতে কাজ করছিল। এ সময় তার মোটর সাইকেলটি চোরেরা চুরি করে নিয়ে পালিয়ে যাচ্ছিল।চৌগাছা শহরের ছিটবিতানের সামনে পৌছালে পথচারি শিশু হুজাইফা (৬) কে ধাক্কা দিয়ে বেপরোয়া গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। মোটর সাইকেলটি ব্রীজ ঘাটে অন্য একটি ইজিবাইকে ধাক্কা দিয়ে কপোতাক্ষ নদের মধ্যে পড়ে যায়। এ সময় বিক্ষিপ্ত জনতা তাকে নদ থেকে উদ্ধার করে গণধোলায় দেয়। এ খবর পেয়ে সাইফুল ইসলামঘটনাস্থলে পৌছে তার চুরি যাওয়া মোটর সাইকেলটি শনাক্ত করেন।
চৌগাছা থানার ওসি খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে আহত শিশু ও গণধোলায়ের শিকার চোরকে উদ্ধার করে চৌগাছা সরকারি মডেল হাসপাতালে ভর্তি করেন।আহত হুজাইফা শার্শা উপজেলার ঘুঘু ডাঙ্গা গ্রামের ওসমানের মেয়ে। সে তার বাবা-মায়ের সাথে আত্মীয় বাড়িতে যাচ্ছিল।চৌগাছা হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক জানান, আহত শিশুটির অবস্থা আশঙ্কাজনক। তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে রেফার করা হয়েছে।মোটরসাকেল চোর আক্তারুজ্জামানকে প্রাথমিকচিকিৎসা দেওয়া হয়েছে। তিনি বর্তমানে চৌগাছা থানা পুলিশের হেফাযতে রয়েছে।চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় চৌগাছা থানায় একটি মামলা হয়েছে।
কিউএনবি/অনিমা/১২ ফেব্রুয়ারী ২০২৫,/সকাল ১১:০৯