এদিকে বাফুফের অনুরোধের পরও ইংলিশ কোচ পিটার বাটলারের অধীনে অনুশীলন করছে না তার বিরুদ্ধে দাঁড়ানো নারী ফুটবলাররা। এই তালিকায় আছেন ১৮ ফুটবলার। বিদ্রোহী নারী ফুটবলাররা অনুশীলনে যোগ না দিলে তাদের ওপর চাপ দেবে না ফেডারেশন। সাবিনা-সানজিদা-ঋতুপর্ণাদের ছাড়াই সংযুক্ত আরব আমিরাত সফরের জন্য দল ঘোষণা করবেন কোচ পিটার বাটলার।
এদিকে প্রাথমিকভাবে ৩৫ জন ফুটবলারকে চুক্তির আওতায় আনার জন্য বাছাই করা হয়েছে। এর মধ্যে প্রথম ধাপে চুক্তি করা হবে ১২ জনের সঙ্গে, যারা ক্যাম্পে ছিলেন এবং অনুশীলন করেছেন।
সেই ১২ নারী ফুটবলাররা হলেন—মুনকি আক্তার, স্বপ্না রানী, অর্পিতা বিশ্বাস, সুরভী আক্তার প্রীতি, কোহাতি কিসকু, শাহেদা আক্তার রিপা, ইয়ারজান বেগম, আকলিমা খাতুন, হালিমা আক্তার, আইরিন খাতুন, সুরমা জান্নাত ও আফঈদা খন্দকার প্রান্তি। এই ১২ নারী ফুটবলারদের মধ্যে সাতজন সর্বশেষ সাফ চ্যাম্পিয়ন দলের সদস্য।