নব নির্বাচিত সাধারণ সম্পাদক আল-মামুন বলেন, আমাদের এই সংগঠনটি একটি অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন। এই সংগঠনের মাধ্যমে আমরা সম্পূর্ণ নিজেদের তহবিল থেকে বিভিন্ন সময়ে অসহায় ও হত দরিদ্রদের সহযোগিতা করেছি এবং সামনের দিনগুলোতে আমাদের এই সামাজিক মূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।সংগঠনের সদস্য হওয়ার প্রসঙ্গে তিনি বলেন, যেকোনো পেশার মানুষ আমাদের এখানে সদস্য হতে পারবে। তবে তাকে কমপক্ষে স্নাতক পাশ হতে হবে। এছাড়া সদস্য হওয়া যাবে না।