এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় গাঁজাসহ তিনজনকে আটক করেছে দশপাখিয়া ফাঁড়ির পুলিশ। সোমবার (৩ ফেব্রুয়ারী) ভোরে পাশ্ববর্তী ইউনিয়নের ধুলিয়ানী গ্রামের কপোতাক্ষ নদের পাড়ে নতুন শ্মসান ঘাট এলাকা থেকে তাদের আটক করেন।
আটকৃতরা হলেন, ধুলিয়ানী গ্রামের মৃত চন্ডি হালদারের ছেলে তপন হালদার (৪২), একই গ্রামের ফজলুর রহমানের ছেলে ফয়সাল হোসেন (২৮) ও ভারত সিমান্ত লাগোয়া বড়কাবিলপুর গ্রামের রুহুল আমিনের ছেলে শফিকুল ইসলাম (৪৫)। মামলার নথি সূত্রে জানা যায়, সোমবার (৩ ফেব্রুয়ারী) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে দশপাকিবয়া ফাঁড়ির ইনচার্জ আবু বাক্কারের নেতৃত্বে পুলিশের একটি দল ভারত সীমান্তবর্তী ধুলিয়ানী ও কাবিলপুর এলাকায় অভিযান চালায়।
এ সময় পুলিশ ধুলীয়ানীএলাকায় কপোতাক্ষ নদের পাড়ে নতুন শ্মসান ঘাট থেকে তাদের আটক করেন। এ সময় তাদের কাছ থেকে ২শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।এ ঘটনায় চৌগাছা থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে। সোমবার আসামীদের আদালতে পাঠানো হয়েছে।
কিউএনবি/আয়শা/৪ ফেব্রুয়ারী ২০২৫,/বিকাল ৩:৪৪