এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় আওয়ামী লীগের লিফলেট বিতরনের প্রতিবাদে যুবদলের উদ্যোগে মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারী) বিকালে বেলা প্রিক্যাডেট আইডিয়াল স্কুলের সামনেথেকে একটি মিছিল শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীন করে। মিছিল শেষে তারা প্রেসক্লাব চত্বরে বিক্ষোভ সমাবেশে করেন।
এতে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহবায়ক এম এ মান্নান। প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা বিএনপির সাধারণ স¤পাদক ও হাকিমপুর ইউপি চেয়ারম্যান মাসুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, এ্যাডভোকেট আলীবুদ্দিন খান, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ফারুক হোসেন, যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম রিংকু, আরাফাত হোসেন, মাহাবুব হোসেন তুফান, রাজু আহমেদ, পৌর যুবদলের আহবায়ক সালাউদ্দিন, সদস্য সচিব মঈন উদ্দিন মঈন, উপজেলা ছাত্র দলের আহবায়ক জসিম উদ্দিন, সদস্য সচিব ইমন হাসান রকি, পৌর ছাত্রদলের আহবায়ক হাকিম রেজা, সদস্য সচিব মেহেরান হাসান জিতু, চৌগাছা সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক মোবারক হোসেন, সদস্য সচিব রাকিব হোসেন প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্য বলেন, ৫ই আগষ্টে ছাত্রজনতার গনঅভ্যুথানের পরে নতুন সূর্যোদয় ঘটেছে। কিন্তু দেশ স্বৈরাচারমুক্ত হলেও আওয়ামী লীগের প্রেতাত্মারা এখনো যায়নি। তারই ধারাবাহিকতাই আজ নিষিদ্ধ সংগঠনের এক নেতা আওয়ামী লীগের পক্ষে লিফলেট বিতরন করেছে। তিনি বলেন, যে এই দুঃসাহস দেখিয়েছে তাকে যেখানেই পাওয়া যাবে গনধোলাই দিয়ে আইনে সোপর্দ করা হবে। আগামীতে যদি আওয়ামী লীগের কোনো মিছিল মিটিং হয় যুবদল, ছাত্রদল জনগণকে সাথে নিয়ে তাদের প্রতিহত করবে।
কিউএনবি/আয়শা/৪ ফেব্রুয়ারী ২০২৫,/বিকাল ৩:৪০