বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, আনন্দমোহন কলেজ শাখার ১৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। রবিবার এক কর্মীসভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়। কমিটির আহ্বায়ক মনোনীত হয়েছেন আতাউর রহমান। কর্মীসভার মাধ্যমে ১৫ সদস্যের মধ্যে ১১ জন সদস্য সরাসরি নির্বাচিত হন এবং বাকি ৪ জনকে পরবর্তীতে কো-অপ্ট করা হবে।
নবনির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করান ময়মনসিংহ জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি, ছাত্রনেতা গকুল সূত্রধর মানিক। কমিটির নির্বাচিত সদস্যরা: ১. আহ্বায়ক – আতাউর রহমান ২. যুগ্ম আহ্বায়ক – শরিফুল ইসলাম ৩. যুগ্ম আহ্বায়ক – সমি কায়সার অভি ৪. নাজমুল হাসান নাঈম ৫. নীলিমা ইসলাম অর্পিতা ৬. স্বচ্ছ দে ৭. মো. শেখ ফরিদ ৮. ওমর ফারুক ৯. মো. বিজয় হাসান ১০. রাসেল ১১. সিমান্ত বর্মন নবগঠিত কমিটির আহ্বায়ক আতাউর রহমান বলেন, “আমরা ছাত্রদের অধিকার ও স্বার্থ রক্ষায় কাজ করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ। আনন্দমোহন কলেজে শিক্ষার্থীদের সকল সমস্যা সমাধানে সক্রিয় ভূমিকা পালন করাই আমাদের প্রধান লক্ষ্য।” শপথ অনুষ্ঠানে জেলা ও কলেজ পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নবগঠিত কমিটি শিক্ষার্থীদের জন্য ন্যায্যতা ও স্বচ্ছতার পরিবেশ বজায় রাখতে অঙ্গীকার ব্যক্ত করেছে। /
কিউএনবি/আয়শা/২৭ জানুয়ারী ২০২৫,/রাত ৯:১৫