লুৎফুন্নাহার রুমা, ব্যুরো চিফ ময়মনসিংহ : ময়মনসিংহ ডিবি পুলিশের অফিসার ইনচার্জ এর নির্দেশে এসআই আবু বকর সিদ্দিক ইমরান সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে।
গৌরীপুর থানাধীন মধ্যবাজার এলাকা হতে ২৫ জানুয়ারি ২০২৫ বিকেল ৪ টায় ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গোপাল সরকার সৌরভ (২২), পিতা-রতন চন্দ্র সরকার, , এলাকা-কোনাপাড়া বিজয় নগর, বর্তমান এলাকা-সরকার পাড়া,৯নং ওয়ার্ড (পরিমল রাইটারের বাড়ীর পাশে), থানা-গৌরীপুর, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করেছে।
পুলিশ জানায় গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে । উদ্ধারকৃত ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারের বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে গৌরীপুর থানায় মামলা দায়ের করে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।
কিউএনবি/আয়শা/২৬ জানুয়ারী ২০২৫,/রাত ৯:২২