মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:২১ পূর্বাহ্ন

দরজা ভেঙে ছাত্রলীগ কর্মীকে ছিনিয়ে নিয়ে ববিতে বিজয় মিছিল

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
  • ৩০ Time View

ডেস্ক নিউজ : ছাত্রলীগ কর্মী অভিযোগে এক শিক্ষার্থীকে আটক করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) একদল শিক্ষার্থী। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ওই কর্মীকে মারধরের পর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের নিরাপত্তা কক্ষে আটকিয়ে রাখেন তারা। পরে দরজা ভেঙে তাকে ছাড়িয়ে নিয়ে বিজয় মিছিল করে অন্য ছাত্রলীগ কর্মীরা।

শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের সামনে শিক্ষার্থীদের হাতে আটক হয় এই ছাত্রলীগ কর্মী।

তবে শিক্ষার্থীদের অভিযোগ, বিগত সময়ে তারা ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিল।

ওই ছাত্রলীগ কর্মীর নাম শাহরিয়ার সান, আইন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। সে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত বলে অভিযোগ তোলেন একদল শিক্ষার্থী।

শিক্ষার্থীরা জানান, এ সময় ৩০-৪০ জন শিক্ষার্থী জড়ো হয়ে ওই ছাত্রলীগকর্মীকে ছাড়িয়ে নিয়ে বিজয় মিছিলে অংশ নেয় তারা। যারা ক্যাম্পাসে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজনীতির সাথে প্রত্যক্ষভাবে জড়িত ছিলো।

বিশ্ববিদ্যালয় সংলগ্ন ভোলা রোডে তারা জড়ো হয়ে বিজয় মিছিল করে তারা।

রসায়ন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাকিব আহমেদ বলেন, জুলাইয়ে ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা করে এই শাহরিয়ার সান। সে ছাত্রলীগের রাজনীতির সাথে সক্রিয় জড়িত ছিলো। সাধারণ শিক্ষার্থীরা তাকে পুলিশে সোপর্দ করার জন্য আটকিয়ে রেখেছিল। কিন্তু তার সহপাঠীর নাম করে কিছু ছাত্রলীগ কর্মী তালা ভাঙার চেষ্টা করে। এক পর্যায়ে দরজা ভেঙে তাকে (শাহরিয়ার) ছাড়িয়ে নিয়ে যায়। যেটা দুঃখজনক।

তিনি আরও বলেন, ছাত্রলীগের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স থাকবে। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মীদের অবস্থান এই ক্যাম্পাসে হবেনা।

ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও ছাত্রদল কর্মী মোঃ মোশাররফ হোসেন বলেন, সাধারণ শিক্ষার্থীরা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী শাহরিয়ারকে আটক করে রাখে। পরবর্তীতে ছাত্রলীগের সাথে জড়িত তার সহপাঠীরা তাকে নিরাপত্তা কক্ষের দরজা ভেঙে ছাড়িয়ে নিয়ে যায়। যাকে আটক করে রেখেছিল সে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রদের ওপর হামলা চালিয়েছিল।

বাংলা বিভাগের শিক্ষার্থী আশিক আহমেদ জানান, জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় সরাসরি জড়িত ছিলো শাহরিয়ার। তবে তাকে কারা ছাড়িয়েছে তা ভিডিও ফুটেজ দেখে বের করলে বোঝা যাবে। এছাড়া এর আগে যারা ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছিল তাদের উপর্যুক্ত শাস্তি চাই।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ টি এম রফিকুল ইসলাম জানান, আমরা দুষ্কৃতকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রস্তুতি নিচ্ছি।

কিউএনবি/অনিমা/২৫ জানুয়ারী ২০২৫,/দুপুর ১:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2025
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৩
IT & Technical Supported By:BiswaJit