এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় মাহাবু¡ুর রহমান নামে এক কৃষকের ১৫ কাঠা জমি থেকে ভুট্টার চারা তুলে ফেলার অভিযোগে উঠেছে। ১৯ জানুয়ারী উপজেলার ফুলসারা ইউনিয়নের সৈয়দপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ ব্যক্তি থানায় জিডি করেছেন। মাহাবু¡ুর রহমান সৈয়দপুর গ্রামের মৃত করিম বকশোর ছেলে।
অভিযোগকারী মাহাবু¡ুর রহমান জানান, তার গ্রামের কুতুবউদ্দিন, তরিকুল ইসলাম, বিপুল ও মেহেদী হাসান পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটিয়েছে। তিনি বলেন, আমার দেড় বিঘা জমির ভুট্টার ক্ষেত থেকে ১৫ কাঠা জমির ভুট্টার চারা তুলে ফেলেছে নষ্ট করে দিয়েছে তারা।
তিনি আরো বলেন, কুতুবউদ্দিনের কাছে ভুট্টার চারা তোলার ব্যাপরে জানতে চাইলে সে মারমূখী আচারণ করে। চৌগাছা থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কিউএনবি/আয়শা/২০ জানুয়ারী ২০২৫,/রাত ৮:১২