স্পোর্টস ডেস্ক : ভারতীয় ক্রিকেট দলের এই সময়ের অন্যতম সেরা তারকা রিঙ্কু সিং। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই ধারাবাহিক পারফরম করে যাচ্ছে তিনি।
সম্প্রতি খবর চাউর হয় বিয়ের পিঁড়িতে বসছেন রিঙ্কু। তার স্ত্রী প্রিয়া সরোজে সমাজবাদী পার্টির মছলিশহর লোকসভা কেন্দ্রের সংসদ সদস্য।
পারিবারিকভাবেই তাদের বিয়ে সম্পন্ন হচ্ছে, রিঙ্কুর বাবা পরিস্কার জানিয়ে দিয়েছেন। প্রিয়া ২০২৪ সালের লোকসভা ভোটে বিজেপির প্রার্থীকে ৩৫ হাজার ৮৫০ ভোটে হারান।
কিউএনবি/আয়শা/১৯ জানুয়ারী ২০২৫,/রাত ৮:০০