শার্শা(যশোর)সংবাদদাতা : যশোরের শার্শায় গৃহবধুকে ধর্ষন করতে না পেরে তাকে পিটিয়ে জখম করেছে বলে অভিযোগ উঠেছে এক দূর্বৃত্ত’র বিরুদ্ধে। ভুক্তভোগি গৃহবধু শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার রাত সাড়ে ১১ টার সময় শার্শার কন্দবপুর গ্রামে। ভুক্তভোগি গৃহবধু কন্দবপুর গ্রামের নূর আলমের স্ত্রী।
শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩১ নং বেডে মহিলা ওয়ার্ডের শিশু সন্তান নিয়ে চিকিৎসাধীন ভুক্তভোগি গৃহবধু রহিমা খাতুন (৩১) বলেন তার স্বামী গ্রামের একটি রাজনৈতীক মামলায় আসামী হয়ে পালিয়ে বেড়াচ্ছে। এই সুযোগে প্রতিবেশি রফিকুল ইসলাম সুজার ছেলে সুমন হোসেন (২৬) বুধবার রাতে তার বাড়িতে যেয়ে তাকে কু প্রস্তাব দেয়।
এ সময় গৃহবধু তার কু প্রস্তাবে রাজি না হলে অস্ত্রের মুখে জোর করে ধর্ষনের চেষ্টা করে। ধর্ষক জোর করে ধর্ষনের চেষ্টা করে ব্যার্থ হয়ে ঐ গৃহবধুকে বেদম ভাবে মারপিট করে। ছিড়ে ফেলে তার পরনের জামা কাপড়। শরীরের বিভিন্ন স্থানে জখম করে। এ সময় গৃহবধুর আত্মচিৎকারে বাড়ির লোকজন ছুটে এলে ধর্ষন চেষ্টকারী সুমন পালিয়ে যায়।
তখন ঐ রাতেই গৃহবধু রহিমাকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সে এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। রহিমা ও তার পরিবারের স্বজনেরা জানান, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। রহিমা অপরাধী সুমনের দৃষ্টান্ত মুলক শাস্তি দাবী করেছেন। এ ব্যাপারে জানতে চাইলে শার্শা থানার অফিসার ইন চার্জ মোঃ রবিউল ইসলাম জানান এমন ঘটনা তার জানা নেই । তবে অভিযোগ পেলে অপরাধী যেই হোক তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কিউএনবি/আয়শা/১৬ জানুয়ারী ২০২৫,/রাত ৯:৫৫