শার্শা(যশোর)সংবাদদাতা : যশোরের শার্শা উপজেলা প্রশাসনের উদ্যেগে ২ দিন ব্যাপী ৪৬তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় শার্শা সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ চত্বরে অনুষ্ঠিত এ মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন শার্শা উপজেলা নির্বাহী অফিসার কাজী নাজিব হাসান। শার্শা উপজেলার ২৩টি বিশেষ প্রতিষ্ঠান এ মেলায় অংশ গ্রহন করেন। এ সময় প্রধান অতিথি শার্শা উপজেলা নির্বাহী অফিসার কাজী নাজিব হাসানমেলায় অংশ নেওয়া ২৩ টি বিশেষ প্রতিষ্ঠানের স্টল পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নূসরাত ইয়াসমিন, শার্শা সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মোহাঃ সাজেদুল ইসলাম, শার্শা উপজেলা প্রকৌশলী মোঃ সানাউল হক, শার্শা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কামরুজ্জামান মোঃ জাহাঙ্গীর হুসাইন মিয়া, শার্শা উপজেলা একাডেমিক সুপার ভইিজার একে এম নুরুজ্জামান, শার্শা উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ তৌহিদুল ইসলাম, শার্শা উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার শাহরিয়ার মাহমুদ রনজু, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম ফারুক, শার্শা উপজেলা কলেজের অধ্যক্ষ হাসানুজ্জামান, শার্শা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের খারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আমজেদ আলীসহ মেলায় অংশ গ্রহনকারী ২৩ শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিনিধগন উপস্থিত ছিলেন।
কিউএনবি/আয়শা/১৫ জানুয়ারী ২০২৫,/রাত ৮:২৩