স্পোর্টস ডেস্ক : নতুন বছরের প্রথম হ্যাটট্রিক করলেন মহীশ থিকসানা, তবে তার এই কীর্তি বিফলে গেছে। দ্বিতীয় ওয়ানডেতে স্বাগতিকদের সামনে মুখ থুবড়ে পড়েছে সফরকারীরা। হ্যামিল্টনে বৃষ্টির কারণে ৫০ ওভারের ম্যাচ কমিয়ে আনা হয় ৩৭ ওভারে। তবে ম্যাচটি লঙ্কানরা হেরেছে ১১৩ রানের বিশাল ব্যবধানে।
আগে ব্যাট করে স্কোরবোর্ডে ২৫৬ রান জমা করে নিউজিল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে ১৪২ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কা। সিরিজের প্রথম ম্যাচেও কিউইদের কাছে ৯ উইকেটের ব্যবধানে হেরেছিল তারা।
থিকসানা যখন হ্যাটট্রিক করেছেন, ততক্ষণে ২৫০ পার করে ফেলেছে নিউজিল্যান্ড। লঙ্কান এই স্পিনার হ্যাটট্রিক করেছেন দুই ওভার মিলিয়ে। শুরুটা হয়েছিল ৩৫তম ওভারের শেষ দুই বলে। ওভারের পঞ্চম বলে মিচেল স্যান্টনারকে ফেরান তিনি। পরের বলেই আউট করেন নাথান স্মিথকে। এরপর ৩৭তম ওভারের প্রথম বলে ম্যাট হেনরিকে ফিরিয়ে হ্যাটট্রিক পূরণ করেন তিনি।
টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই উইল ইয়াংকে হারায় নিউজিল্যান্ড। এরপর ৯১ বলে ১১২ রানের জুটি গড়েন চ্যাপম্যান ও রবীন্দ্র। ৬৩ বলে ৭৯ রান করেন রবীন্দ্র ও চ্যাপম্যান ৫২ বলে করেন ৬২ রান। ড্যারিল মিচেলের ব্যাট থেকে আসে ৩৮ রান। তবে শেষদিকে ভালো বোলিং করেন হাসারাঙ্গা ও থিকসানা। শেষ ৭ ওভারে কিউইরা তুলেছে মাত্র ৪৪ রান।
২৫৬ রানের লক্ষে ব্যাট করতে নেমে শুরু থেকেই খেই হারিয়ে ফেলে শ্রীলঙ্কা। স্কোরবোর্ডে ২২ রান জমা হতেই ৪ উইকেট হারায় তারা। এরপর কামিন্দু মেন্ডিসের হাফ-সেঞ্চুরিতে কোনোরকমে ১৪২ রান তুলে শ্রীলঙ্কা। পঞ্চম উইকেট জুটিতে জানিত লিয়ানেগের সঙ্গে ৫৭ রানের জুটি গড়েন কামিন্দু। লিয়ানাগে ২২ রান করে ফিরলে চামিন্দু বিক্রমসিংহের সঙ্গে ৪৭ রানের জুটি গড়েন কামিন্দু। এই জুটি ভাঙার পর ১৬ রান তুলতেই শেষ ৫ উইকেট হারায় শ্রীলঙ্কা। আর তাতেই ১১৩ রানের বড় হার নিয়ে মাঠ ছাড়ে সফরকারীরা।
কিউএনবি/আয়শা/০৮ জানুয়ারী ২০২৫,/বিকাল ৫:১৮