লুৎফুন্নাহার রুমা,বিভাগীয় প্রতিনিধি ময়মনসিংহ : নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় কেন্দুয়া টু ময়মনসিংহ ব্রিজ বাসস্ট্যান্ড পর্যন্ত বিআরটিসি বাস চালু শুরু হয়েছে। (৬ জানুয়ারি ) সোমবার দুপুরে নতুন বাসস্ট্যান্ডে নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় কেন্দুয়া টু ময়মনসিংহ বিআরটিসি বাস চালু হয়েছে কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান আনুষ্ঠানিকভাবে এর শুভ উদ্বোধন ঘোষণা করার সাথে সাথে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইমদাদুল হক তালুকদার এসে বাসের দরজায় কাপরের পিতা কেটে বাসে উঠে উদ্বোধন করেন ।
এর ফলে কেন্দুয়ার সাধারণ মানুষের বহুদিনের প্রচেষ্টায় কাঙ্খিত স্বপ্ন পূরণ হয়েছে বলে মন্তব্য করেন এর সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ । এ সময় উপস্থিত ছিলেন, নেত্রকোনা জেলার শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা, মাসকা ইউপির সাবেক চেয়ারম্যান মোঃ জহিরুল ইসলাম স্বপন, বি আর টিসির ম্যানেজার (অপারেশন) মোঃ কামরুজ্জামান আনিস,কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ সেকুল ইসলাম খান, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাই সেলিম, দপ্তর সম্পাদক কিশোর কুমার শর্মা, জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক নাহিদ হাসান সাগর ও অন্যান্য ব্যক্তিবর্গ ।
উল্লেখ্য বাসটির প্রতিদিনের যাত্রার সিডিউল ময়মনসিংহ হতে সকাল কেন্দুয়া থেকে ৮টায় ছেড়ে যাবে ময়মনসিংহ, আবার দুপুর ১১টায় ময়মনসিংহে থেকে চলে আসবে কেন্দুয়া, আবার দুপুর ২টা থেকে ছেড়ে যাবে ময়মনসিংহ। বিকেল ৫টায় ময়মনসিংহ থেকে চলে আসবে কেন্দুয়ায়। এছাড়াও যোগাযোগের জন্যে বাস কনট্রাক্টরের মোবাইল নাম্বার- ০১৯৭৯৯৫৯৪৫৭ দেওয়া হয়।
কিউএনবি/আয়শা/০৬ জানুয়ারী ২০২৫,/রাত ১০:১৫