আন্তর্জাতিক ডেস্ক : গাজা যুদ্ধে ব্যর্থতার দায় নিয়ে ইসরাইলের এক শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা পদত্যাগ করেছেন। তবে ওই কর্মকর্তার নাম প্রকাশ করা হয়নি। তিনি গাজা যুদ্ধে ইসরাইলি শাসনের লক্ষ্য অর্জনে ব্যর্থতার কারণে পদত্যাগ করেছেন।
সাম্প্রতিক সময়ে ইসরাইলি উত্তর গাজা ব্রিগেডের কমান্ডিং অফিসার ব্রিগেডিয়ার জেনারেল হাইম কোহেন এবং গোয়েন্দা কর্মকর্তা আভি রোসেনফেল্ডও পদত্যাগ করেছেন। ইসরাইলি বাহিনী ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় হামলা শুরু করে। তাদের লক্ষ্য ছিল হামাসকে নিশ্চিহ্ন করা। যারা কিনা ওইদিন সকালে ইসরাইল অধিকৃত দক্ষিণ অঞ্চলে অনন্য আল আকসা ঝড় নামের এক অভিযান চালিয়েছিল।
তবে গাজায় এক বছরের বেশি সময় ধরে চলা ইসরাইলের গণহত্যামূলক আগ্রাসন চালিয়ে এ পর্যন্ত ৪৫,৮০৫ জনেরও বেশি নিরীহ ফিলিস্তিনিকে হত্যা করেছে। এরপরও গাজায় হামাস এখনও সক্রিয় এবং তারা ইসরাইলি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষে লিপ্ত। সংগঠটি দখলদার শাসনের নৃশংস আক্রমণের বিরুদ্ধে অঞ্চলটির প্রতিরক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সূত্র: মেহের নিউজ এজেন্সি
কিউএনবি/আয়শা/০৫ জানুয়ারী ২০২৫,/রাত ১১:২০