বিনোদন ডেস্ক : সমাজ ও ব্যক্তিগত জীবন প্রসঙ্গে মন্তব্য করতে কখনো পিছপা হন না বলিউড পরিচালক করণ জোহর। তবে অনেক সময়েই তাতে থাকে হেঁয়ালির ছোঁয়া। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এবার সম্পর্ক নিয়ে তেমনই একটি পোস্ট করে নেটিজেনদের একাংশের দৃষ্টি আকর্ষণ করেছেন এ বলি পরিচালক।
সম্প্রতি করণ জোহর তার প্রযোজনায় ‘তু মেরি ম্যায় তেরা, ম্যায় তেরা তু মেরি’ ছবির নাম ঘোষণা করেছেন। এ ছবিতে মুখ্যচরিত্রে অভিনয় করছেন অভিনেতা কার্তিক আরিয়ান। উল্লেখ্য, এর আগে কার্তিক আরিয়ানকে নিয়ে ‘দোস্তানা ২’ ছবিটির ঘোষণা করেন পরিচালক করণ জোহর। কিন্তু পরে উভয়ের মতবিরোধের কারণে সেই ছবির কাজ আর শুরু হয়নি। নতুন করে করণ-কার্তিকের গাঁটছড়া প্রকাশ্যে আসার পর দুই তারকার অনুরাগীরাই তাদের সাধুবাদ জানিয়েছেন।
কিউএনবি/আয়শা/০৪ জানুয়ারী ২০২৫,/বিকাল ৪:১৪