বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ১০:০৮ পূর্বাহ্ন

জাবি নারী প্রক্টরের পোশাক নিয়ে ছাত্রদল নেতার কটূক্তি, বিচার দাবি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
  • ৪৪ Time View

ডেস্ক নিউজ : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সহকারী প্রক্টর শামীমা নাসরিন জলির পোশাক নিয়ে কটূক্তি করা শাখা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি নবীনুর রহমান নবীনের বিচারের দাবিতে বিক্ষোভ-মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বুধবার (১ জানুয়ারি) রাত ১০টায় বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকা থেকে শিক্ষার্থীদের একটি বিক্ষোভ মিছিল ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রক্টর অফিসের সামনে গিয়ে শেষ হয়৷ পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।

এসময় শিক্ষার্থীদের ‘অ্যাকশন-অ্যাকশন, নবীন চাচ্চুর বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন; নবীন চাচ্চুর দুই গালে, জুতা মারো তালে তালে; বয়কট-বয়কট, নবীন চাচ্চু বয়কট; বোরকার কটূক্তি, মানি না-মানবো না; নারীর পর্দার নিরাপত্তা, নিশ্চিত করো-করতে হবে’ প্রভৃতি স্লোগান দিতে দেখা যায়৷

সমাবেশ শেষে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর তিন দফা দাবি সম্বলিত লিখিত অভিযোগপত্র জমা দেন। তাদের দাবিগুলো হলো- অভিযুক্ত নবিনের সকল একাডেমিক সনদ বাতিল এবং ক্যাম্পাসে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা দিতে হবে, ক্যাম্পাসে একাডেমিক এবং অন্যান্য সকল ক্ষেত্রে ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ এবং বৈষম্যমূলক আচরণ (যেমন- দাড়ি, টুপি, বোরখা, হিজাব, নিকাব, শাঁখা, সিঁদুর ইত্যাদি নিয় কটূক্তি বা বৈষম্য) নির্মূলে নীতিমালা প্রণয়ন ও সেল গঠন করতে হবে এবং পরিচয় শনাক্তকরণে ফিঙ্গারপ্রিন্টের ব্যবস্থা করতে হবে।

এসময় বিশ্ববিদ্যালয়ের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী শাহরিয়ার অন্তর বলেন, ‘ধর্মীয় পোশাক বা দাড়ি-টুপি থাকলেই একটা নির্দিষ্ট এজেন্ডাতে পাঠিয়ে দেয়ার চর্চা ৫ আগস্টের আগে পর্যন্ত দেখেছি৷ সবাই নারী স্বাধীনতার কথা বলি আমরা, তো বোরকা পরার স্বাধীনতা কি নারীর স্বাধীনতা না? আমরা এই নতুন বাংলাদেশে এ ধরনের চর্চা আর চাই না৷ আমরা বিশ্বাস করি সকল মত-বিশ্বাসের অংশগ্রহনে একটা সুস্থ্য পরিবেশের, সুস্থ্য শিক্ষাঙ্গন নিশ্চিত হবে৷ আমাদের উল্লিখিত দাবির ব্যত্যয় হলে আমরা বসে থাকবো না৷ আমাদের স্বাধীনতার উপর কোনো ধরনের হস্তক্ষেপ আমরা মেনে নেব না৷’

একপর্যায়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম সেখানে উপস্থিত হন৷ এসময় তিনি বলেন, তোমাদের দাবিগুলো আমি শুনেছি। তোমরা লিখিত আকারে অভিযোগগুলো দিলে আমরা সেটি প্রশাসনের কাছে পৌঁছে দিব।

খোঁজ নিয়ে জানা যায়, গত মঙ্গলবার (৩১ ডিসেম্বর) থার্টি ফার্স্ট নাইটে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে প্রক্টরিয়াল বডি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে টহল দেয়ার সময় রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বর সংলগ্ন এলাকায় এ ঘটনাটি ঘটে।

এসময় ৮-১০ জনের একটি দল প্রাইভেট কারে করে যাচ্ছিলো। তাদের থামিয়ে জিজ্ঞেসাবাদ করা হলে একজন মেয়ে নিজেকে ৫০তম ব্যাচের শিক্ষার্থী হিসাবে পরিচয় দেন। এসময় জাবি ছাত্রদল নেতা নবীন এসে মেয়েটিকে চলে যেতে বলেন। তখন সহকারী নারী প্রক্টর তার পরিচয় জিজ্ঞেস করলে তিনি সহকারী প্রক্টরের কাছে তেড়ে এসে দুর্ব্যবহার করেন এবং রূঢ় ভাষায় কথা বলেন।

এসময় ওই ছাত্রদল নেতা সহকারী প্রক্টরের পোশাক নিয়ে কটূক্তি করে কুরুচিপূর্ণ মন্তব্য করেন।

এ ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, নবীন ওই নারী সহকারী প্রক্টরকে উদ্দেশ্য করে বলতে থাকেন, ‘আমরা মুজা পড়েই ঘরে বসে থাকবো, আমাদের বোনেরা মোজা পড়ে ঘরে বসে থাকবে।’

এসময় তার পাশে থাকা শিক্ষার্থীদের শুনিয়ে বলেন, ‘এই মুজা পড়েই ঘরে বসে থাকবা, বাইর হবা না ভাইয়া, মুজা পড়ে বের হয়ো, বোরকা পড়ে বের হয়ো’।

এ বিষয়ে জানতে চাইলে জাবির সহকারী প্রক্টর শামীমা নাসরিন জলি বলেন, ‘আমরা দায়িত্বপালন করছিলাম। একজন ড্রাইভিং লাইসেন্স ব্যতীত গাড়ি চালাচ্ছিল। আমরা ক্যাম্পাসে এটি আপাতত নিষেধ বলে বুঝানোর চেষ্টা করছিলাম। এসময় নবীন এসে তাদের চলে চেতে বলে। আমি খুবই নমনীয় ভাষায় তার পরিচয় জানতে চাইলে তিনি আক্রমণাত্মক ভঙ্গিতে আমার সাথে কথা বলেন। আমার পোশাক নিয়ে কটূক্তি করেন। গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে কেন পোশাক নিয়ে হেনস্তার স্বীকার হতে হবে? নতুন স্বাধীনতার পর এমন ঘটনা অনাকাঙ্ক্ষিত।’

অভিযোগের বিষয়ে সাবেক ছাত্রদল নেতা নবীনুর রহমান নবীন বলেন, ‘আমরা কয়েকজন হাঁটতেছিলাম। তখন দেখলাম একটি গাড়িয়ে থামিয়ে জিজ্ঞসাবাদ করা হচ্ছে এবং একজন শিক্ষার্থীকে হেনস্তা করা হচ্ছে। আমি ক্যাম্পাসের সাবেক একজন শিক্ষার্থী হিসেবে সেখানে কথা বলছিলাম পরিস্থিতি ঠিক করার জন্য। আমরা সবাই মিলেই তো ক্যাম্পাসকে নিরাপদ রাখবো তাইনা? সাবেক হয়েছি বলে কি থার্টিফার্স্ট নাইটে নিজেদের মতো ঘুরতে পারি না? আগেতো তো আমরা সবাই মিলে ঘোরাঘুরি করতাম। আমরা তো ক্যাম্পাসে কোন অপকর্ম করতে আসিনি, আমাদের গাড়ির কাগজপত্র দেখিয়েছিলাম সেখানে।’

পোশাক নিয়ে কটুক্তির বিষয়ে তিনি বলেন, ‘আমি নিজেও ধর্মপ্রাণ পরিবারের সন্তান। আমি আসলে ব্যক্তি আক্রমণ করে কথাটি বলতে চাইনি। ওনার সাথে আমার পূর্ব পরিচয় বা কোনো শত্রুতাও নেই।’

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়টির প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, ‘আমার সহকর্মীর (ভুক্তভোগী নারী সহকারী প্রক্টর) সাথে যেটি ঘটেছে তা কোনোভাবেই মেনে নেয়ার মতো ঘটনা নয়। যদি লিখিতভাবে অভিযোগ জানান তাহলে এ ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’

কিউএনবি/অনিমা/০২ জানুয়ারী ২০২৫,/সকাল ১১:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৩
IT & Technical Supported By:BiswaJit