আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তর প্রদেশের চান্দউলিতে খাবার পরিবেশনে বিলম্বের অভিযোগে বিয়ে ভেঙে দিয়েছেন এক বর। বাড়ি ফিরে গিয়ে নিজের চাচাতো বোনকে বিয়ে করেছেন তিনি। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস-র।
তিনি আরও বলেন, খাবার পরিবেশনে সামান্য বিলম্ব হওয়ায় মেহতাব বিরক্ত হন। বন্ধুরা তাকে নিয়ে উপহাস করায় বরপক্ষ কনের পরিবারের সঙ্গে দুর্ব্যবহার শুরু করে। এরপর দুপক্ষের মধ্যে তর্কাতর্কি হয়। গ্রামের প্রবীণেরা সমাধানের চেষ্টা করলেও তাতে কাজ হয়নি। মেহতাব বিয়ে করতে অস্বীকৃতি জানিয়ে বরযাত্রী নিয়ে বাড়ি ফিরে যান।
এরপর নিজের এক চাচাতো বোনের সঙ্গে তার বিয়ের খবর পায় কনের পরিবার। এ বিষয়ে ২৩ ডিসেম্বর কনে ও তার পরিবার ইন্ডাস্ট্রিয়াল নগরের পুলিশ ফাঁড়িতে অভিযোগ জানান। অভিযোগে তারা উল্লেখ করেছেন, বিয়ের আয়োজন ও বরযাত্রীদের আপ্যায়নে তাদের প্রায় ৭ লাখ রুপি ক্ষতি হয়েছে।
এদিকে কনের মা জানিয়েছেন, বিয়ের আগে বরপক্ষকে দেড় লাখ রুপি দেওয়া হয়েছিল। সার্কেল অফিসার রাজেশ রাই বলেন, দুপক্ষের মধ্যে একটি লিখিত চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এতে কনের পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে এক লাখ ৬১ হাজার রুপি দেওয়ার সিদ্ধান্ত হয়।
তথ্যসূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস, এনডিটিভি
কিউএনবি/আয়শা/৩০ ডিসেম্বর ২০২৪,/রাত ৯:৫৪