ডেস্ক নিউজ : দেশের বিভিন্ন স্থানে বিপ্লবীদের গুপ্ত হত্যার তদন্ত ও বিচার এবং নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসীদের বিচারের আওতায় আনার দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন শিক্ষার্থীরা।
এ সময় শিক্ষার্থীরা ‘বিপ্লবী খুন হয়, প্রশাসন কি করে’, ‘ওয়াসিম সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘আমার বোন কবরে, খুনি কেন বাহিরে, আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়’, ‘দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত’, ‘বিপ্লবীদের নিরাপদ দে, নইলে গদি ছাইড়া দে’সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, আমরা স্বৈরাচারী দোসরদের বিতাড়িত করেছি, কিন্তু তারা এখন বিভিন্নভাবে আমাদের ভাই-বোনদের ওপর হামলা করছে। এই সরকার যদি বিপ্লবীদের নিরাপত্তা না দিতে পারে, তাহলে তাদের ক্ষমতা ছেড়ে দেওয়া উচিত। এভাবে একের পর এক শিক্ষার্থী মারা যাচ্ছে, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
শিক্ষার্থীরা আরও বলেন, ফ্যাসিস্ট সরকারের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীরা এখনো বিভিন্নভাবে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে গুপ্ত হত্যাযজ্ঞ চালাচ্ছে। অচিরেই তাদের বিচারের আওতায় নিয়ে আসতে হবে। নতুবা সামনে আরও বড় বিপদ অপেক্ষা করছে।
এর আগে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিলটি নিয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে ভাষা শহীদ রফিক ভবনের নিচে এসে সংক্ষিপ্ত সমাবেশ করেন।
কিউএনবি/অনিমা/১৯ ডিসেম্বর ২০২৪,/রাত ৮:৫৮