স্পোর্টস ডেস্ক : একের পর এক সুখবর দেশের নারী ফুটবলে। দক্ষিণ এশিয়ার সেরা হওয়ার পর ফিফা র্যাংকিংয়ে সাত ধাপ এগিয়েছেন সাবিনারা। এবার নতুন বছরে তাদের জন্য সুখবর, প্রীতি ম্যাচ খেলার জন্য আরব আমিরাতের সঙ্গে যোগাযোগ করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
জানা গেছে, সংযুক্ত আরব আমিরাতকে চিঠি দিচ্ছে বাফুফে। মধ্যপ্রাচ্যের দলটির বিপক্ষে ঘরের মাঠেই খেলতে চায় বাংলাদেশ। আরব আমিরাত র্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে এগিয়ে। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ টানা দুবার চ্যাম্পিয়ন হয়েছে। এখন বাফুফে এ অঞ্চলে বসে থাকতে চায় না। শক্তিশালী দলের বিপক্ষে খেলতে চায়। ব্রিটিশ কোচ পিটার বাটলার ছুটিতে রয়েছেন। তিনি ফিরলে নতুন বছরের পরিকল্পনা নিয়ে বসবে বাফুফে।
কিউএনবি/আয়শা/১৫ ডিসেম্বর ২০২৪,/রাত ১১:৩০