ডেস্ক নিউজ : রোববার (২৪ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বর্তমান পরিস্থিতিতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির সভাপতি পদে দায়িত্ব পালন বিষয়ে গত ২০ আগস্টের জারি করা প্রজ্ঞাপনের (ক) অনুচ্ছেদের শেষাংশের ‘উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসারকে; এবং শব্দগুলো নিম্নোক্ত শব্দাবলি দিয়ে প্রতিস্থাপন করা হলো।
কিউএনবি/আয়শা/২৫ নভেম্বর ২০২৪,/রাত ১০:২২