মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট : জয়পুরহাটে “গবেষণায় শিল্পোদ্যোক্তদের অংশগ্রহণে ৪র্থ শিল্প বিপ্লবের দূয়ার উন্মোচন” শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) এর ইন্সটিটিউট অব মাইনিং, মিনারেলজি এন্ড মেটালার্জি (আইএমএমএম) মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
আইএমএমএম আয়োজিত এ সেমিনারে আইএমএমএম জয়পুরহাট এর পরিচালক জন লিটন মুন্সি এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেব বক্তব্য দেন বিসিএসআইআর এর চেয়ারম্যান ড. সামিনা আহমেদ। এ সময় স্থানীয় চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির ব্যবসায়ী নেতৃবৃন্দ ও সাংবাদিকরা সেমিনারে উপস্থিত আছেন।
সোমিনারে আইএমএমএম এর উদ্ভাবিত দেশীয় খনিজ সম্পদ ব্যবহার করে স্থানীয়ভাবে নানারকম ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠা করা সহজ এবং সম্ভাবনার বিষয়ে আলোচনা হয়।
কিউএনবি/আয়শা/২৪ নভেম্বর ২০২৪,/বিকাল ৪:১৮