মিজানুর রহমান মিন্টু,জয়পুরহাট : গ্রাম বাংলার ঐতিহ্যবাহি নবান্ন উৎসব উদযাপন উপলক্ষে জয়পুরহাট প্রেসক্লাবে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়েছে। শনিবার সন্ধ্যায় প্রেসক্লাবের হলরুমে এ উপলক্ষে গান, কবিতা আবৃত্তি, পুঁথিপাঠ, বিয়ে বাড়ীর গীত পরিবেশন করে স্থানীয়রা।
এসময় জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী, পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব, জেলা তথ্য অফিসার ইব্রাহিম মোল্লা সুমন, জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ শাহেদ আল মামুন ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ রানা।অনুষ্ঠান শেষে গান, কবিতা আবৃত্তি ও পুঁথিপাঠকারীদের মাঝে সম্মাননা স্বরুপ বই বিতরণ করা হয়।