মোঃআশিকুর ইসলাম বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ৪নং-আটগাঁও ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান মোঃ নুরুন্নবী চৌধুরী জামান এর সেতাবগঞ্জ পৌরসভার রাইসমিলের বাসায় ২০নভেম্বর বুধবার দিবাগত রাতে দুর্ধর্ষ চুরীর ঘটনা ঘটেছে।
এ বিষয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। নুরুন্নবী চৌধুরী জামান এর স্ত্রী মোছাঃ মাহামুদা চৌধুরী (শিউলি) ঘটনার বিবরণে বলেছেন, গত ১৭ অক্টোবর থেকে পারিবারিক সমস্যার কারণে তারা এই বাসায় ছিলেন না। তবে পাহারাদার ছিল। ঘটনার বিষয় জানতে পেরে তিনি এসেছেন।
তার অভিযোগ প্রতিটি ঘরের আলমারী ভাঙ্গা হয়েছে, আলমারীতে থাকা ৬-৭ ভরি স্বর্ণ, ২০-২৫ ভরি রুপা, ২টি ল্যাপ্টপ, ব্যাংকের চেক, পাসপোর্ট ও দামি শাড়ী চুরী করার পাশাপাশি ঘরের আসবাপত্র তছনছ করা হয়েছে।
এ বিষয়ে বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ হাসান জাহিদ সরকার বলেন, এ বিষয়ে আমাকে ফোনে জানানোর পর আমি তাৎক্ষনিক সেখানে আমার অফিসার পাঠিয়েছি এখন পর্যন্ত থানায় মামলা কিংবা অভিযোগ হয়নি। মামলা দায়ের হলে তদন্ত সাপেক্ষে দোষীদের আইনের আওতায় আনা হবে।
কিউএনবি/আয়শা/২০ নভেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:২১