স্পোর্টস ডেস্ক : নভেম্বরের বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার শুরুটা ভালো হয়নি। প্যারাগুয়ের বিপক্ষে এগিয়ে গিয়েও হারতে হয়েছে ১-২ গোলে। সে ম্যাচে রেফারির সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়েছিলেন লিওনেল মেসি। তার জেরেই মেসির ওপর এবার শাস্তির খড়গ নেমে আসতে পারে। এমনকি জাতীয় দলের হয়ে খেলার ক্ষেত্রে সাময়িক নিষেধাজ্ঞার মুখেও পড়তে হতে পারে তাকে।
মেসি ব্রাজিলিয়ান রেফারিকে কী বলেছিলেন সেটা তৎক্ষণাৎ জানা না গেলেও এবার সে ঘটনার বিস্তারিত জানিয়েছে এসবিএস স্পোর্ট। মেসি সেই সময় রেফারিকে বলেছিলেন, ‘তুমি একজন কাপুরুষ, আমি তোমাকে পছন্দ করি না।’স্প্যানিশ সংবাদমাধ্যম দিয়ারিও স্পোর্ত জানিয়েছে, এই ঘটনার কারণে মেসির শাস্তি হতে পারে, এমনকি নিষেধাজ্ঞার মুখেও পড়তে পারেন তিনি।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে রেফারিকে কাঠগড়ায় তুলেছিলেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিও। তিনি বলেছিলেন, অনেক কিছুই বলতে পারি, কিন্তু সেসব অর্থহীন ও অজুহাত মনে হবে। তাই এসব না বলাই ভালো। মাঠে কী ঘটেছে আমরা সবাই দেখেছি।
কিউএনবি/আয়শা/১৭ নভেম্বর ২০২৪,/বিকাল ৪:৩৩