স্পোর্টস ডেস্ক : শুক্রবার (১৫ নভেম্বর) রাতে উয়েফা নেশন্স লিগের ম্যাচে রোনালদোর জোড়া গোলে পোল্যান্ডকে ৫-২ ব্যবধানে হারিয়েছে পর্তুগাল। ম্যাচশেষে অসরের প্রসঙ্গ উঠে আসলে গণমাধ্যমকে রোনালদো বলেন, ‘এক-দুই বছরের মধ্যে আমার অবসরের সিদ্ধান্ত আসতে পারে…আমি জানি না, দেখা যাক।’
আগামী ফেব্রুয়ারিতে ৪০ বছর পূর্ণ হবে রোনালদোর। এ বয়সে খেলা চালিয়ে যাওয়ার চিন্তা তো দূরে থাক, ৩৫ পেরোলেই অনেকে বুটজোড়া তুলে রাখার সিদ্ধান্ত নেন। অনেকে যোগ দেন কোচিংয়ে। আর্সেনালের কোচ মিকেল আর্তেতার কথায় ধরা যাক। খেলা ছেড়ে ৩৪ বছর বয়সেই তিনি ম্যানচেস্টার সিটির সহকারী কোচের দায়িত্ব নেন। আর ২০১৯ সালে, যখন তার বয়স ৩৭, তখন তিনি আর্সেনালের প্রধান কোচের দায়িত্ব নেন।
অবশ্য কোচিংকে পেশাকে হিসেবে নেয়ার কোনো পরিকল্পনা নেই রোনালদোর। অবসর নেয়ার পর ফুটবলের বাইরে তিনি অন্য কিছু করতে চান। আর খেলা চালিয়ে যেতে চান, যতদিন উৎসাহ পান। রোনালদো বলেন, ‘শিগগিরই আমার বয়স ৪০ হবে। আমি খেলা উপভোগ করতে চাই। যতদিন উৎসাহ পাব, চালিয়ে যাব। যেদিন উৎসাহ হারাব, অবসর নিয়ে নিব। যখন জাতীয় দল ছাড়ার সিদ্ধান্ত নিব, আমি স্বতঃস্ফূর্তভাবেই নিব, তবে চিন্তা-ভাবনা করে। অবসরের কোনো আগাম ঘোষণা থাকবে না। আমি নিজেকে কোচিং পেশায় দেখছি না, সেটা আমার পরিকল্পনাতে নেই। আমার ভবিষ্যত ফুটবলের বাইরে অন্য জগতে থাকবে। যদিও সময়-ই সবকিছু বলে দেবে।’
পেশাদার ক্যারিয়ারে ইতোমধ্যে ক্লাব ও জাতীয় দলের হয়ে ৯১০ গোল করেছেন রোনালদো। দিন কয়েক আগে জানিয়েছিলেন, হাজার গোলের মাইলফলক স্পর্শ করতে চান তিনি। কিন্তু এ বয়সে আরও ৯০ গোল করা তো সহজ কথা নয়। লক্ষ্য অর্জন করতে হলে ফিটনেস, ফর্ম ধরে রাখার পাশাপাশি কমপক্ষে আরও দুই থেকে আড়াই বছর নিয়মিত গোলের দেখা পেতে হবে তাকে। রোনালদো অবশ্য নতুন করে জানিয়েছেন, হাজারতম গোলে মাইলফলক স্পর্শ করতে না পারলেও আক্ষেপ থাকবে না তার। তিনি বলেন, ‘১০০০ গোলের মাইলফলক অর্জন করাটা দারুণ হবে…কিন্তু না, আমি সেটা বিবেচনাও করছি না এবং সে লক্ষ্যের দিকে আমার নজরও নেই।’
কিউএনবি/আয়শা/১৬ নভেম্বর ২০২৪,/রাত ৮:১৫