বিনোদন ডেস্ক : ২০২৩ সালের ‘পাঠান’ বা ‘জওয়ান’-এর সাফল্য যখন ২০২৪-এ এসেও অবতারে বুঁদ, তখন আরও একবার স্মৃতি উসকে যদি ১৯৯৩ সালের পুরোনো অবতারে শাহরুখ ধরা দেন, তবে কেমন হবে? হ্যাঁ, নতুন প্রজন্মের শাহরুখ ভক্তরা নতুন করে চিনবেন বাদশাহকে। দুই প্রজন্মকে এককাতারে নেওয়ার উদ্যোগ। সুতরাং ‘বাজিগর’ ছবিটির সিক্যুয়াল আসছে। যেহেতু ‘বাজিগর’ বদলে দিয়েছিল বলিউড বাদশাহ শাহরুখ খানের ভাগ্য। তাই সেই সাফল্যের হাত ধরে এবার নির্মিত হচ্ছে ‘বাজিগর ২’। স্ক্রিপ্ট রাইটিংয়ের কাজ দ্রুতগতিতে চলছে। বরাবরের মতোই এবারও সিক্যুয়েলে থাকছেন বাদশাহ।
পাশাপাশি এ-ও জানিয়েছেন তিনি, পুরোটাই নির্ভর করছে কিং খানের ওপরে। নায়কের ভূমিকায় একমাত্র শাহরুখ রাজি হলে তবেই তিনি ‘বাজিগর ২’ বানাবেন। এদিকে নায়ক যদি না বদলায়, নায়িকারাও কি এক থাকবেন? সাংবাদিকরা এমন প্রশ্ন রেখেছিলেন প্রযোজকের কাছে। তিনি এখনই পুরোটা ভাঙতে চাননি। তিনি জানিয়েছেন, আপাতত চিত্রনাট্য লেখার কাজ দ্রুতগতিতে এগোচ্ছে। পরিচালক এই প্রজন্মের কেউ হবেন। বাকিটা শাহরুখের ওপরে নির্ভর করছে।
‘বাদশাহ’ খানের হাতে এ মুহূর্তে কটি ছবি? সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, আপাতত শুটিং থেকে সাময়িক বিরতি নিয়েছেন তিনি। মন দিয়েছেন বড় ছেলে আরিয়ান খানের প্রথম হিন্দি সিরিজে। ছেলের পরিচালনায় সেখানে দেখা যেতে পারে তাকে। আগামী বছরের জানুয়ারিতে তিনি ‘কিং’-এর শুটিং শুরু করবেন। এ ছবিতে নায়িকার ভূমিকায় তার মেয়ে সুহানা খান। যৌথ পরিচালনায় আছেন সিদ্ধার্থ আনন্দ ও সুজয় ঘোষ।
কিউএনবি/আয়শা/১৪ নভেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:৩৪