মাইদুল ইসলাম মুকুল ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দেশের প্রথম পাক হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। ১৯৭১ সালের ১৪ নভেম্বর, দেশে প্রথম শত্রুমুক্ত হয় এই উপজেলা। এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে ভূরুঙ্গামারী প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে সাংবাদিকরা।
মাই টিভি ভূরুঙ্গামারী প্রতিনিধি মাইদুল ইসলাম মুকুলের সঞ্চালনায ও প্রেসক্লাবের সহ-সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার তাহমিদুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার এটিএম শাজাহান মানিক, সাবেক জেল সুপার বীর মুক্তিযোদ্ধা মোসলিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার সহ প্রেসক্লাব নেতৃবৃন্দ। আলোচনা শেষে সকল শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
কিউএনবি/আয়শা/১৪ নভেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:০৪