ডেস্ক নিউজ : ফ্যাসিস্ট আওয়ামী লীগ অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার চেষ্টা করছে মন্তব্য করে বিএনপি নেতা শেখ রবিউল আলম বলেন, আওয়ামী লীগের যেকোনও অপচেষ্টা প্রতিহত করবে জনগণ।
অন্তর্বর্তীকালীন সরকারকে ঐকমত্যের সরকার উল্লেখ করে তিনি বলেন, এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না।
পতিত স্বৈরাচার হাসিনা ও তার দোসরদের অস্থিরতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে এসব মন্তব্য করেন শেখ রবিউল আলম।
ফ্যাসিস্টের পতন হলেও এখনও একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসেনি। তাইতো মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত, রাজপথে থেকে এই সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান এই বিএনপি নেতা।
ফ্যাসিস্ট শক্তির ওপর ভর করে দলের ভেতরে কোনও কোনও নেতা সুবিধা নেওয়ার চেষ্টা করলে তাদেরকেও প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দেন শেখ রবিউল আলম।
এর আগে ফ্যাসিস্টদের সাম্পতিক কর্মকাণ্ডের প্রতিবাদে শেখ রবিউল আলমের নেতৃত্বে মিছিল করে বিএনপি নেতাকর্মীরা। রাজধানীর সায়েন্সল্যাব মোড় থেকে শুরু হয়ে মিছিলটি সিটি কলেজের সামনে দিয়ে জিগাতলা মোড় হয়ে, ধানমন্ডি ৩/এ গিয়ে শেষ হয়। মিছিলে অংশ নেন ঢাকা-১০ সংসদীয় আসনের বিএনপি ও অঙ্গসংগঠনের এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
কিউএনবি/অনিমা/১৩ নভেম্বর ২০২৪,/রাত ৯:৪৩