স্পোর্টস ডেস্ক : বেলো হরিজন্তে ফাইনালের দ্বিতীয় লেগ গড়ানোর আগেই দুই দলের সমর্থকরা সংঘাতে জড়িয়ে পড়ে। প্রথম লেগে ৩-১ গোলে হারায় অ্যাতলেটিকো মিনেইরোর সমর্থকরা ফ্লামেঙ্গোর সমর্থকদের ওপর চড়াও হয়।
মাঠের খেলায় অবশ্য এদিনও সুবিধে করতে পারেনি মিনেইরো। ৮২ মিনিটে গোল করেন ফ্লামেঙ্গোর গনজালো সিলভা। তাতে অ্যাগ্রিগেটে ৪-১ গোলে এগিয়ে যায় ফ্ল্যামেঙ্গো। এর জের ধরে মাঠে বিভিন্ন বস্তু এবং আতশবাজি ছুঁড়তে শুরু করেন মিনেইরো সমর্থকরা। তাতেই আহত হন ৬৭ বছর বয়সী ফটো সাংবাদিক হোসে মারিয়া।
তাৎক্ষনিকভাবে তাকে হাসপাতালে নেয়া হয়। তার পায়ের তিনটি আঙুলে ক্ষত ধরা পড়ে। একই সঙ্গে পায়ের পাতার অনেকটা কেটেও যায়। প্রতিবেদন অনুযায়ী, আহত সেই সাংবাদিকের এখনও জ্ঞান ফেরেনি। ব্রাজিলের গণোমাধ্যম ‘ও টেম্পো’র খবর অনুযায়ী, ফাইনালের এই লেগে মিনেইরোর সমর্থকদের আগ্রাসী আচরণের ব্যাপারে আগেই সতর্ক করেছিল স্থানীয় গনমাধ্য্যমগুলো। কিন্তু সেই সতর্কতা আমলে নিয়ে ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ।
ফ্ল্যামেঙ্গো অবশ্য ব্যবধান ধরে রেখে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয়েছে। কোপা দো ব্রাজিলে এটা তাদের পঞ্চম শিরোপা। এই ম্যাচের মধ্য দিয়ে ব্রাজিলের সাবেক ডিফেন্ডার ফেলিপে লুইস কোচিং ক্যারিয়ারের প্রথম শিরোপা জিতেছেন। মাত্র ১ মাস আগে ক্লাবটির সিনিয়র দলের দায়িত্ব নেন অ্যাতলেটিকো মাদ্রিদের এই কিংবদন্তি। এই ম্যাচ শেষেই আবার ফ্ল্যামেঙ্গো ছাড়ার ঘোষণা দিয়েছেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার গ্যাব্রিয়েল বারবোসা।
কিউএনবি/আয়শা/১১ নভেম্বর ২০২৪,/সন্ধ্যা ৬:২৮