প্রান্তীক পর্যায়ের হত দরিদ্রদের মাঝে মুরগীর খাঁচা, মুরগীর বাচ্চা এবং মুরগীর খাদ্য বিতরণ করা হয়। প্রত্যেক পরিবারকে একটিবকরে খাঁচা, আটটি মুরগীর বাচ্চা ও মুরগীর খাদ্য বিতরণ করা হয়। যাতে তারা নিজেরাই ডিম এবং মুরগী পালন করে আমিষের চাহিদা পুরণ করতে পারে।
অন্যদিকে, যৌনকর্মী ও বস্তিতে বসবাসরত ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীদের দক্ষতা উন্নয়নে সেলাই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। যা সারা বছরই চলে। এ সময় উপস্থিত ছিলেন, কারিতাস উদ্যম প্রকল্পের ইনচার্জ ফরিদ আহমেদ খান, মাঠ কর্মকর্তা আগষ্টিন মিন্টু হালদার, ফরহাদ হোসেন, নোয়েল পাপ্পুদাস, হাজী ওয়াজউদ্দিন স্কুল এবং কলেজের শিক্ষক মো: আরিফুল ইসলাম প্রমুখ।