বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক, আখাউড়া : ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া থানাধীন ধরখার পুলিশের বিশেষ অভিযান পরিচালনাকালে এএসআই(নিরস্ত্র) মোঃ দিদার হোসেন, এএসআই(নিরস্ত্র) মোঃ খোরশেদ আলম ও সঙ্গীয় ফোর্স সহ বিজ্ঞ আদালতের সিআর নং-৯৪৯/২৪ এর গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী ০১। জিল্লু মিয়া (৩৭), পিতা-আবুল কালাম, সাং-চান্দপুর, থানা- আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া, ২। ইসমাইল মিয়া, পিতা-মৃত শামছুল হক, স্থায়ী: গ্রাম- ধরখার, থানা- আখাউড়া, জেলা –ব্রাহ্মণবাড়িয়া, ৩। মোঃ জিতু মিয়া, পিতা-আবুল কালাম, সাং-চান্দপুর, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া। এদেরকে ধরখার ইউপিস্থ নিজ বাসা হতে গ্রেফতার করা হয়।
আপর অভিযান চলাকালে এস.আই(নিরস্ত্র) মোঃ আব্দুল আলীম, এস.আই(নিরস্ত্র) মোঃ জহিরুল হক, এএসআই(নিরস্ত্র) কাজী হাবিবুর রহমান ও সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনাকালে চোরাই যাওয়া ১ টি লাল রঙ্গের মিশুক H Power ইজিবাইক উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। গত ০৩/১১/২০২৪ তারিখ দুপুর অনুমান ১টা.৩০ ঘটিকার সময় কসবা থানাধীন গোপীনাথপুর বাজারে অভিযান পরিচালনা করে ১। নাদিম মিয়া প্রকাশ নাজিম(৩৫), পিতা-অজিদ মিয়া, সাং-দেবগ্রাম পূর্বপাড়া, থানা-আখাউড়া, ২। মোঃ হাসান প্রঃ হাসু(৩২), পিতা-মোঃ নুরুল হক, সাং-গাববাড়ী, থানা-কসবা, ৩। মোঃ মামুন ভূইয়া(৩৫), পিতা-সুক মিয়া ভূইয়া, সাং-মনিয়ন্দ মধ্যপাড়া, থানা-আখাউড়া, বর্তমানে সাং-ঘাগুটিয়া আদর্শ গ্রাম, থানা-ব্রাহ্মণবাড়িয়া সদর, সর্ব জেলা-ব্রাহ্মণবাড়িয়া।
আংশিক কাঁটা অবস্থায় ১টি ইজিবাইক সহ হাতে নাতে গ্রেফতার করা হয়। উল্লেখ্য যে, মামলার বাদী মাসুদ রানা(৪৭), পিতা-মৃত শাহ আলম ভূঁইয়া, সাং-নোনাসার, ইউপি নং-৩(মোগড়া), থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মনবাড়িয়া। জানান যে, গত ২৬/১০/২০২৪ ইং তারিখে, সকাল অনুমান ৯ ঘটিকার সময় আখাউড়া থানাধীন আখাউড়া পৌরসভাস্থ, দেবগ্রাম আমতলী বাজারে বাদীর পরিচালিত অটো গ্যারেজের শার্টার খুলিয়া ১ টি লাল রংয়ের মিশুক H Power ইজিবাইক চুরি হওয়ার দায়ে থানায় অভিযোগ দায়ের করলে আখাউড়া থানার মামলা নং-৯/২২৮, তারিখ-৪/১১/২০২৪ ইং, ধারা-৩৮০/৪১১/৪১৪ পেনাল কোড রুজু করা হয়।
অন্য অভিযানে আখাউড়া থানা পুলিশের বিশেষ অভিযান পরিচালনাকালে আখাউড়া থানার মামলা নং-০১, তারিখ-০১/১১/২০২৪ইং, ধারা-৪৫৭/৩৮০ পেনাল কোড এর তদন্তে প্রাপ্ত চোর সন্দেহে আসামী সুমন ভূইয়া(৩০), পিতা-সুখ মিয়া ভূইয়া, মাতা-হোসনেয়ারা, সাং-মনিয়ন্দ(ভূইয়া বাড়ী), ওয়ার্ড নং-০২, থানা- আখাউড়া, জেলা–ব্রাহ্মণবাড়িয়া। তাকে গ্রেফতার করা হয়। আখাউড়া থানা অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আবুল হাসিম জানান, গ্রেফতারকৃত আসামীদেরকে অদ্যই বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
কিউএনবি/অনিমা/০৪ নভেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:৫৬