বাদল আহাম্মদ খান , আখাউড়া : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় তিতাস নদের বিভিন্ন অংশে অবৈধ মাছ ধরার জালের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। রবিবার বিকেলের এ অভিযানে বেশ কিছু জাল উদ্ধারের পর সেগুলো পুড়িয়ে ফেলা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মো. সজিব মিয়া। এ সময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রওনক জাহান, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মো. রেজাউল করিম ও থানা পুলিশ উপস্থিত ছিলেন। অভিযানে চারটি ভরা জাল ও ১৪ টি রিং জাল উদ্ধার করে প্রকাশ্যে পুড়িয়ে ফেলা হয়।