বিনোদন ডেস্ক : ‘বেটে কো হাত লাগানে সে পহেলে বাপ সে বাত কর’— বলিউড বাদশাহ শাহরুখ খানের ‘জওয়ান’ সিনেমার এই সংলাপে প্রচুর হাততালি পড়েছে। কিন্তু বাস্তবে সেটি ভিন্ন কথা। তিন ছেলেমেয়ের মধ্যে কখনো সম্পত্তি ভাগ নিয়ে যদি ঝামেলা হয়, তাহলে কিং খান ছেলেদের বদলে মেয়ের পক্ষই নেবেন বলে জানিয়েছেন। নিজের ৫৯তম দিনে ভক্ত-অনুরাগীদের সামনে প্রকাশ্যে সে কথা জানিয়ে দিলেন এ অভিনেতা।
যদি আরিয়ান, সুহানা ও আব্রামের মধ্যে কখনো কোনো বিষয় নিয়ে ঝামেলা হয়, তাহলে শাহরুখ খান কার পক্ষ নেবেন?— এমন প্রশ্ন করেছিলেন এক অনুরাগী? উত্তরে দুষ্টুমির হাসিতে ভরে যায় শাহরুখের মুখ। কিছুক্ষণ পর ‘জওয়ান’ বলেন, এমনিতে ওদের মধ্যে ঝামেলা হয় না। বিষয়টি খুব অদ্ভূত। আমি তাই ভাবছি যে আজ পর্যন্ত কোনো ঝামেলা হয়নি, না হলেই ভালো। সম্পত্তির ভাগাভাগি নিয়ে বড় সমস্যা হবে।
এর পরই আবার তিনি বলেন, তবে আমার মনে হয় আমি সুহানার পক্ষ নেব। ছেলেরা তো ঠিকঠাক। আমি তাদের পছন্দ করি। কিন্তু আমার মনে হয় মেয়েরা খুবই সুন্দর হয়, খুব মিষ্টি হয়। আমার মনে হয় ওরা বেশ বলিষ্ঠ। তাই আমার সুহানার পক্ষ নেওয়ার কারণ আমি শক্তিশালী দিকে থাকতে চাই। শাহরুখের এ কথাতেই হাততালি শুরু হয়ে যায়। উল্লেখ্য, সুহানার সঙ্গে ‘কিং’ ছবিতে স্ক্রিন শেয়ার করছেন শাহরুখ খান। ছবির জন্য নিজের বড় চুল ছেঁটে ফেলেছেন সে কথাও জানান তিনি। আর নিজের আইকনিক পোজের ছবি শেয়ার করে অনুরাগীদের জানিয়েছেন ধন্যবাদ।
কিউএনবি/আয়শা/০৪ নভেম্বর ২০২৪,/বিকাল ৫:১৮