মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে অস্ত্রের মুখে এক ব্যবসায়ীর ৫ লক্ষ টাকা, স্বর্ণালংকার ও মোবাইলফোন ছিনতাই করে নিয়েছে একদল সশস্ত্র ছিনতাইকারী। উপজেলা বাজারের ব্যবসায়ী ‘জিম পোল্ট্রি কমপ্লেক্সে’র মালিক হাজী মো. নূরুল ইসলামের নিজ বাড়ির ভেতরে ছিনতাইয়ের এ ঘটনা ঘটে।
পুলিশ ও ব্যবসায়ী নূরুল ইসলাম জানান, শনিবার (২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার পরিষদ মডেল মসজিদ সংলগ্ন নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে ব্যবসার নগদ ৫ লক্ষ টাকা ব্যাগে ভরে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন হাজী নূরুল ইসলাম ওরফে নুরাল। বাড়ি পৌছানো মাত্রই দু’টি মোটরসাইকেল যোগে ৬ জন হেলমেট পরা সশস্ত্র ছিনতাইকারীর মধ্যে ৩ জন ছিনতাইকারী বাড়ির ভেতর প্রবেশ করে এবং ৩জন ছিনতাইকারী বাড়ির বাইরে দাড়িয়ে থাকে।
এসময় বাড়ির ভেতর থাকা ৩ জন ছিনতাইকারী হাজী নুরুল ইসলামের হাতে থাকা টাকার ব্যাগটি ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। টাকার ব্যাগটি দিতে না চাইলে নুরালের শরীরে পিস্তুল ঠেঁকিয়ে টাকার ব্যাগ ও মোবাইফোনটি ছিনিয়ে নেয়। ছিনতাইকারীদের সাথে ব্যবসায়ী নুরুল ইসলামের টানা হেঁচড়া ও চিৎকার শুনে তার ছোট মেয়ে ও স্ত্রী ছুটে আসলে স্ত্রীর গলায় থাকা স্বর্নের একটি চেইন ছিনিয়ে নিয়ে নির্বিগ্নে ঘটনাস্থল ত্যাগ করে ছিনতাইকারীরা।
দূর্ধর্ষ ছিনতাইয়ের ঘটনার বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আওয়াল কবীর বলেন, উপজেলার বাজারের পাশে লতিফমোড় এলাকায় একটি ছিনতাইয়ের ঘটনার খবর শুনে আমি এবং ভেড়ামারা সার্কেল স্যার ঘটাস্থলে গিয়ে তদন্ত করেছি।
আমাদের একটি টিম কাজ করছে, আশা করছি খুব দ্রুত ছিনতাইয়ের সাথে জড়িত চক্রটিকে আইনের আওতায় আনা সম্ভব হবে। হাজী নূরুল ইসলাম দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের মানিকদিয়াড় গ্রামে মৃত শের আলীর ছেলে। তবে ছিনতাইয়ের ঘটনায় এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা হয়নি বলে দৌলতপুর থানা পুলিশ জানিয়েছে।
কিউএনবি/আয়শা/০৩ নভেম্বর ২০২৪,/সন্ধ্যা ৬:১৯