আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে মানবিক উন্নয়নের কান্ডারী, সংস্কৃতিসেবী প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের চেয়ারম্যান কবি রোকেয়া ইসলাম-কে নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার (০২ নভেম্বর) বিকালে প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করেন আব্বাস উদ্দিন একাডেমি ডোমার। ফিতা কেটে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন প্রশিকার চেয়ারম্যান কবি রোকেয়া ইসলাম এবং তিন বাংলা প্লোবাল প্রেসিডেন্ট কবি-কথক সালেম সুলেরী।
অমর গায়ক আব্বাস উদ্দিনের ১২৩ তম জন্মতিথি উপলক্ষে চিত্রাংকন প্রদর্শন শেষে এক আলোচনা সভায় মিলিত হয়। নারী নেত্রী তৌহিদা জ্যোতির সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্বে করেন সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস হোসেন। বিশেষ অতিথি হিসাবে প্রশিকার মানবিক উন্নয়ন কেন্দ্রের উপ-প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল হাকিম, পরিচালক রিজুয়ানুস শামীম রাজিব, কেন্দ্রীয় ব্যবস্থাপক আহমেদ জগলুল পাশা খাঁন, বিভাগীয় ব্যবস্থাপক মোক্তার হোসেন, এলাকা ব্যবস্থাপক পংকজ কুমার মোহন্ত প্রমূখ বক্তব্য রাখেন।
এ সময় বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, নুরুল ইসলাম বিএসসি, সংগঠনের সাধারণ সম্পাদক শাহিনুল ইসলাম বাবু, কন্ঠ শিল্পী সহিদুল সরকার, মন্নুজান ঝর্ণা, এ্যাড. মালা জেসমিন, রনজিত কর্মকার সহ এলাকার কবি ও লেখকগণ উপস্থিত ছিলেন। পরে কবিতা পাঠের আসর এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
কিউএনবি/আয়শা/০৩ নভেম্বর ২০২৪,/বিকাল ৪:৩৪