স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : ’দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ্#৩৯; শ্লোগানকে সামনে রেখে যশোরের মনিরামপুরে জাতীয় যুব দিবস পািলত হয়েছে। শুক্রবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে পৌরশহরে যুব র্যালী বের করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান, সামাজিক কর্মকান্ড ও স্বেচ্ছাসেবামূলক কাজে যুবদের ভূমিকাসহ নানা বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত তামান্না।উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল হকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মনিরামপুর প্রেসক্লাবের সভাপতি এস এম মজনুর রহমান। সহকারি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মনিরামপুর মহিলা কলেজের সহকারি অধ্যাপক মো:মুহিবুল্লাহ, ইসলামী রিলিফ বাংলাদেশের জেলা ব্যবস্থাপক মনির হোসেন, এনজিও প্রতিনিধি প্রকাশ চন্দ্র ধর, শফিকুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা সমন্বয়ক হাসাইন ইকবাল সানি প্রমুখ।
কিউএনবি/অনিমা/০১ নভেম্বর ২০২৪,/রাত ৮:৩১