খাগড়াছড়িতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ পরীক্ষার প্রাথমিক বাছাই সম্পন্ন।
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি ।
Update Time :
শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
৬৫
Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি:খাগড়াছড়িতে “সেবার ব্রতে চাকরি” এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পুলিশ বাহিনীতে কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে Physical Endurance Test (PET) -এর ৩য় দিনের ইভেন্টের জন্য ২য় দিনে বাছাইকৃত যোগ্য নারী ও পুরুষ প্রার্থীদের দৌড়, ষষ্ঠ ইভেন্ট ড্র্যাগিং এবং সপ্তম ইভেন্ট রোপিং পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল ৮.টা হতে খাগড়াছড়ি পুলিশ লাইন্স্ মাঠে পঞ্চম ইভেন্ট পুরুষ ১৬০০ মিটার এবং নারী ১২০০ মিটার দৌড়, ষষ্ঠ ইভেন্ট ড্র্যাগিং এবং সপ্তম ইভেন্ট রোপিং পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় খাগড়াছড়ি পার্বত্য জেলার নিয়োগ বোর্ডের সভাপতি পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল , বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি, নিয়োগ বোর্ডের সদস্য ডিসি (প্রসিকিউশন), সিএমপি, চট্টগ্রাম, অতিরিক্ত পুলিশ সুপার, সীতাকুন্ড সার্কেল, চট্টগ্রাম,এ, এ, এম হুমায়ুন কবীর পিপিএম,জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মাহমুদা বেগম (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), সহকারি পুলিশ সুপার (ড্রয়িং অ্যন্ড ডিসবার্সমেন্ট), ঢাকা পুলিশ হেডকোয়ার্টার্স, এ.বি.এম নায়হানুল বারী, পুলিশ হেডকোয়ার্টার্স, মোঃ শামীম হোসেন, ছাগলনাইয়া সার্কেল সহকারী পুলিশ সুপার মোঃ ওয়ালী উল্লাহ,অতিরিক্ত পুলিশ সুপার (রামগড় সার্কেল) নাজিম উদ্দীন, সহকারী পুলিশ সুপার (এসএএফ) সৈয়দ মুমিদ রায়হান ও নিয়োগ কার্যক্রমের সাথে সম্পৃক্ত পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
খাগড়াছড়ি জেলায় পুলিশ কনস্টেবল (টিআরসি) নিয়োগ বোর্ডের সভাপতি খাগড়াছড়ি পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল জানান, শারীরিক পরীক্ষার শেষ দিনে বাছাইকৃত যোগ্য প্রার্থীদের আগামী ০৩ নভেম্বর এর মধ্যে লিখিত পরীক্ষার জন্য অনলাইন ফি জমা প্রদান দিয়ে লিখিত পরীক্ষার জন্য প্রবেশপত্র সংগ্রহ করার জন্য অবহিত করা হয়েছে। উল্লেখ্য যে আগামী ১২ নভেম্বর ২০২৪ খ্রিঃ সকাল ১০.০০ ঘটিকায় পুলিশ লাইন্স্ স্কুলে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।