আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে কারামুক্ত করার উদ্যোগ নিতে গত সপ্তাহে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি আহ্বান জানায় মার্কিন হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের ৬০ সদস্য। এর পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রকে কড়া ভাষায় বার্তা দিয়েছিল পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। শেষমেশ এবার পাকিস্তানের শতাধিক সংসদ সসদ্য এ নিয়ে দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে চিঠি লিখেছেন। খবর জিও নিউজের।
চিঠিতে পাকিস্তানের ১৬০ জন আইনপ্রণেতা স্বাক্ষর করেছেন। তাদের মধ্যে দেশটির প্রধান রাজনৈতিক দলের শীর্ষ নেতারাও আছেন। ইমরান খানের মুক্তির বিষয়ে বাইডেনকে মার্কিন আইনপ্রণেতাদের লেখা চিঠিকে পাকিস্তানি এমপিরা বহিরাগত হস্তক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন।
গত সপ্তাহে চিঠিতে কংগ্রেসম্যানরা ইসলামাবাদ-ওয়াশিংটন কূটনৈতিক সম্পর্কে যুক্তরাষ্ট্রের অপেক্ষাকৃত সুবিধাজনক অবস্থানকে কাজে লাগিয়ে ইমরানকে মুক্ত করার দাবি জানান। চিঠিতে স্বাক্ষরকারী আইনপ্রণেতাদের সবাই বাইডেনের দল ডেমোক্র্যাটিক পার্টির সদস্যর ছিলেন।
কিউএনবি/আয়শা/৩০ অক্টোবর ২০২৪,/রাত ১১:৩৩